বগুড়া জেলার পৌরসভা কয়টি ও কি কি – সম্মানিত ভিজিটর, আপনি কি বগুড়া জেলা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান? আমরা এই আর্টিকেলে বগুড়া বগুড়া জেলার থানা কয়টি ও কি কি, বগুড়া জেলার বিখ্যাত ব্যক্তি সহ অন্যান্য তথ্য তুলে ধরছি।
বগুড়া জেলার নামকরণের ইতিহাস
বগুড়া জেলা বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা। বগুড়া জেলা পূর্বে মৌর্য সহ গুপ্তযুগের শাসনাধীন ছিল এবং শাসক গনের নাম ছিল হর্ষবর্ধন, যশোবর্ধন পাল সহ অনেকে। এরপর বগুড়া অঞ্চলের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন সুলতান নাসির উদ্দিন বগড়া এবং এই শাসকের নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় বগড়া। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে তা বগুড়া শব্দে পরিনত হয়।
বগুড়া জেলার থানা কয়টি এবং কি কি
বগুড়া জেলার থানা কয়টি এবং কি কি রয়েছে তা বগুড়া জেলাবাসীর জানা উচিৎ। এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষাতে বগুড়া জেলার থানা কয়টি এমন প্রশ্ন হয়ে থাকে। বারো (১২) টি থানা নিয়ে বগুড়া জেলা গঠিত।
বগুড়া জেলার ইউনিয়ন কয়টি কি কি
প্রায় একশত এগারো (১১১) টি ইউনিয়ন নিয়ে বগুড়া জেলা গঠিত হয়েছে। এর মধ্যে বগুড়া সদর উপজেলার ইউনিয়ন সমূহ রয়েছে প্রায় এগারো (১১) টি।
আরোও পড়ুনঃ ফুসফুস ক্যান্সার রোগীর খাবার তালিকা
আরোও পড়ুনঃ লিভার ক্যান্সার রোগীর খাবার তালিকা
বগুড়া জেলার বিখ্যাত ব্যক্তি
বগুড়া জেলার বিখ্যাত ব্যক্তি রয়েছেন অনেকেই এরমধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রফুল্ল চাকী, বীর উত্তম মোহাম্মদ খাদেমুল বাশার সহ অনেকে।
বগুড়া পৌরসভার মেয়র
বগুড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন রেজাউল করিম বাদশা।
বগুড়া জেলার গ্রাম কয়টি
দুই হাজার ছয়শত পচানব্বই (২৬৯৫) টি গ্রাম নিয়ে বগুড়া জেলা গঠিত।
বগুড়া পৌরসভা ওয়ার্ড
বগুড়া পৌরসভা ওয়ার্ড এর সংখ্যা প্রায় একুশ (২১)টি।
বগুড়া জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম
বগুড়া জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম এর মধ্যে রয়েছেন লেঃ কর্ণেল কাজী নুরুজ্জামান, আমজাদ হোসেন, আবুল হোসেন এবং এলকে আবুল সহ অনেকে।
বগুড়া জেলার বিখ্যাত খাবার
দই, ক্ষীর ও স্পঞ্জ মিষ্টি, লাচ্চা সেমাই, লাল মরিচ ইত্যাদি বগুড়া জেলার বিখ্যাত খাবার হিসেবে বাংলাদেশে বেশ পরিচিত লাভ করেছে।
বগুড়া জেলার বিখ্যাত স্থান
বগুড়া জেলার বিখ্যাত স্থান রয়েছেন অনেক যেমন জয়পীরের মাজার, দেওতা খানকাহ্ মাজার শরিফ, বাবুর পুকুর গণকবর, মহাস্থানগড়, বেহুলা লক্ষিনদর ইত্যাদি।
বগুড়ার দর্শনীয় স্থান মহাস্থানগড়
বগুড়ার দর্শনীয় স্থান মহাস্থানগড় বাংলাদেশের অন্যান্য জেলার মানুষের কাছে সুপরিচিত একটি স্থান। মহাস্থানগড় এর দর্শনীয় স্থান এর মধ্যে রয়েছে খোদার পাথর ভিটা, গোকুল মেধ বা বেহুলার বাসর ঘর, জিয়ৎ কুণ্ড, পরশুরামের প্রাসাদ ইত্যাদি।
বগুড়া শেরপুর উপজেলার দর্শনীয় স্থান
বগুড়া শেরপুর উপজেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে রয়েছে জমিদার বাড়ি, শহীদদের গণকবর, মা-ভবানীর মন্দির ইত্যাদি।
সারিয়াকান্দি দর্শনীয় স্থান
সারিয়াকান্দি উপজেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে রয়েছে প্রেম যমুনার ঘাট, যমুনা নদী, কালিতলা ঘাট ইত্যাদি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা সারিয়াকান্দি দর্শনীয় স্থান দেখতে আসেন তারা জানতে চান বগুড়া থেকে সারিয়াকান্দি কত কিলোমিটার। সারিয়াকান্দি উপজেলা বগুড়া সদর থেকে প্রায় ২২ কিলোমিটার।
বগুড়ার সবচেয়ে বড় উপজেলা কোনটি?
বগুড়ার সবচেয়ে বড় উপজেলার নাম সারিয়াকান্দি।
মুক্তিযুদ্ধের সময় বগুড়া কত নং সেক্টরের অধীনে ছিল?
মুক্তিযুদ্ধের সময় বগুড়া সাত (৭) নং সেক্টরের অধীনে ছিল।
বগুড়া জেলার শিক্ষার হার কত?
শিক্ষার হার বগুড়া জেলাতে রয়েছে ৫৫.৫৫% প্রায়।
বগুড়ার সেক্টর কমান্ডার কে ছিলেন?
মেজর নাজমুল হক ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের সময় বগুড়া জেলার সেক্টর কমান্ডার ছিলেন।
সম্মানিত ভিজিটর, বগুড়া জেলার পৌরসভা কয়টি ও কি কি সহ বগুড়া জেলার ইউনিয়ন কয়টি, বগুড়া জেলার গ্রাম কয়টি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পেরেছেন।
আরোও পড়ুনঃ বিকাশে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায়
আরোও পড়ুনঃ নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম | বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম