রকেট ক্যাশ আউট চার্জ ২০২৪ সহ অন্যান্য বিষয় জানুন

রকেট ক্যাশ আউট চার্জ ২০২৪ – সম্মানিত ভিজিটর, আপনি কি রকেট মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন বিষয়ে জানতে চান? আমরা এই আর্টিকেলে রকেট ব্যবহারকারীদের সুবিধার জন্য রকেট সম্পর্কে তথ্য তুলে ধরছি। যেমন রকেট স্যালারি একাউন্ট চার্জ, রকেট এটিএম ক্যাশ আউট চার্জ, রকেটের ডায়াল কোড কত? ইত্যাদি।

রকেট একাউন্টে কত টাকা রাখা যায়

রকেট একাউন্টে কত টাকা রাখা যায় তা রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীর মধ্যে অনেকেই জানেন না। রকেট একাউন্ট ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। একজন রকেট সেবা গ্রহীতা রকেট একাউন্টে যত খুশি টাকা রাখতে পারেন।

রকেট ক্যাশ ইন চার্জ কত

রকেট ক্যাশ ইন চার্জ কত জানা থাকলে আপনার রকেট একাউন্টে ক্যাশ ইন করতে সমস্যা হবে। রকেট ব্যবহারকারীদের জন্য রকেট মোবাইল ব্যাংকিং কোম্পানি ক্যাশ ইন করার সময় কোন চার্জ কাটে না।

রকেট ক্যাশ আউট চার্জ ২০২৪

রকেট ক্যাশ আউট চার্জ ২০২৪ সালে এসে জানা খুবই জরুরি। পূর্বের তুলনায় রকেট ক্যাশ আউট চার্জ 2024 সালে একটু বেশি কাটে। বাংলাদেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মতো রকেটের প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ১৮.৫০ টাকা।

রকেট এটিএম ক্যাশ আউট চার্জ

আপনি যদি রকেটের এজেন্ট এর দোকান থেকে ক্যাশ আউট করেন তাহলে চার্জ কাটে ১৮.৫০ টাকা কিন্তু তারা নেয় ২০ টাকা। তবে রকেট ব্যবহারকারী কেউ যদি বুথ ব্যবহার করে তাহলে রকেট এটিএম ক্যাশ আউট চার্জ কাটে প্রতি হাজারে ৯ টাকা।

রকেট ক্যাশ আউট করার নিয়ম

কোন গ্রাহক যদি রকেটের মাধ্যমে লেনদেন করতে চান তাহলে রকেট ক্যাশ আউট করার নিয়ম সম্পর্কে জানতে হবে। আপনি রকেট মোবাইল এপ ডাউনলোড করে একাউন্ট খুলে সেখান থেকে রকেটের ক্যাশ আউট করতে পারেন। এছাড়াও যারা বাটন মোবাইল ব্যবহার করেন তারা রকেট ক্যাশ আউট কোড ব্যবহার করে রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারেন। রকেট মোবাইল ব্যাংকিং এর ক্যাশ আউট কোড *৩২২#। রকেটের এই ক্যাশ আউট কোড ডায়াল করলে ক্যাশ আউট করার অপশন আসবে। সেখানে গিয়ে রকেটের মাধ্যমে যাকে টাকা পাঠাবেন তার নাম্বার বসিয়ে আপনার রকেট একাউন্টের পিন নাম্বার বসিয়ে দিলে ক্যাশ আউট হয়ে যাবে।

রকেট সেন্ড মানি চার্জ ২০২৪

রকেট সেন্ড মানি চার্জ ২০২৪ সম্পর্কে অনেকেই জানতে চান। ২০২৪ সাল পর্যন্ত রকেট কোম্পানি রকেট থেকে রকেটে সেন্ড মানি করার জন্য কোন চার্জ কাটে না।

রকেট হেল্পলাইন লাইভ চ্যাট

রকেট হেল্পলাইন লাইভ চ্যাট এর মাধ্যমে রকেট সেবা গ্রহনকারীরা যেকোন বিষয়ে কথা বলতে পারেন। লাইভ চ্যাটে যুক্ত হতে ভিজিট করুন রকেট ওয়েবসাইট

রকেট মোবাইল ব্যাংকিং সম্পর্কে কিছু প্রশ্ন উত্তরঃ

রকেটের হেল্প নাম্বার কত?

রকেটের হেল্প নাম্বার কত তা অনেকেই জানেন না। রকেটের হেল্প নাম্বার জানা থাকলে রকেট মোবাইল ব্যাংকিং এর যেকোন সমস্যা সমাধানে ফোন করতে পারেন। রকেটের হেল্প লাইন নাম্বার ১৬২১৬ ।

রকেট এজেন্ট কমিশন কত?

রকেট এজেন্ট কমিশন প্রতি হাজার লেনদেনের জন্য ৪.১০ টাকা।

রকেটের ডায়াল কোড কত?

রকেটের ডায়াল কোড *৩২২# ।

রকেট একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায়?

রকেট একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায় এই বিষয়ে রকেট ব্যবহারকারী জানতে চান। রকেট একাউন্টে টাকা রাখার কোন লিমিট নাই।

রকেট একাউন্ট কত প্রকার?

রকেট মোবাইল ব্যাংকিং সেবার দুই ধরনের একাউন্ট রয়েছে যেমন ১। পার্সোনাল একাউন্ট এবং ২। এজেন্ট একাউন্ট।

সম্মানিত ভিজিটর, আশা করি রকেট ক্যাশ আউট চার্জ ২০২৪, রকেট ক্যাশ আউট চার্জ বুথ সহ অন্যান্য বিষয়ে জানতে পেরেছেন।

আরোও পড়ুনঃ বিকাশে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায়

আরোও পড়ুনঃ লিভার ক্যান্সার রোগীর খাবার তালিকা

Leave a Comment