সম্মানিত ভিজিটর আপনি কি জীবন বীমা কর্পোরেশন শিক্ষা বীমা এবং জীবন বীমা কর্পোরেশন ডিপিএস সম্পর্কে জানতে চান তাহলে সম্পুর্ন আর্টিকেল টি পড়ুন।
জীবন বীমা কর্পোরেশন
জীবন বীমা কর্পোরেশন একটি সরকারি বীমা কোম্পানি। জীবন বীমা কর্পোরেশন টি ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশে সুরমা ও রূপসা জীবন বীমা কর্পোরেশন মিলে গঠিত হয়। ২০২১ সালে এই ইন্সুরেন্স কোম্পানি এর লাইফ ফান্ড ২,৩০৪.৮৮ কোটি হয়েছে। বর্তমানে জীবন বীমা কর্পোরেশন এর ৮ টি রিজিওনাল, ১২ টি কর্পোরেট, ৭৯ টি সেলস এবং ৪৩৭ টি শাখা অফিস রয়েছে। এই ইন্সুরেন্স কোম্পানি এর উদ্দেশ্যে এর মধ্যে রয়েছে কম খরচে জীবন বীমার সুফল জনগণকে প্রদান করা, সঞ্চয়ের গতিশীলতা তৈরী করা, সঞ্চয়ের এর অভ্যাস করতে জনগন সচেতন করা। এছাড়াও সকল ধরনের পেশায় নিয়োজিত মানুষকে আর্থিক নিরাপত্তা প্রদান নিশ্চিত করা।
জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান কে?
আপনি কি জানেন জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান কে? এই ইন্সুরেন্স কোম্পানি এর বর্তমান চেয়ারম্যান এর নাম চেয়ারম্যান মো আসাদুল ইসলাম। তিনি একজন পরিকল্পনা মন্ত্রণালয় এর সাবেক সিনিয়র সচিব।
জীবন বীমা কর্পোরেশন কি সরকারি প্রতিষ্ঠান?
আমাদের দেশের মানুষ অনেকেই জানতে চান জীবন বীমা কর্পোরেশন কি সরকারি প্রতিষ্ঠান? জীবন বীমা কর্পোরেশন একটি সরকারি বীমা কোম্পানি আপনি চাইলে এখানে বীমা করতে পারেন।
জীবন বীমা কর্পোরেশন কোন মন্ত্রনালয়ের অধীনে
জীবন বীমা কর্পোরেশন কোন মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত হয়ে এটা আমাদের জেনে রাখা ভাল। এই বীমা কোম্পানি টি অর্থমন্ত্রনালয় এর অধীনে পরিচালিত হয়।
জীবন বীমা কর্পোরেশন পলিসি চেক
আপনি যদি এই কোম্পানিতে ইন্সুরেন্স করতে চান তাহলে জীবন বীমা কর্পোরেশন পলিসি চেক করতে পারেন। জীবন বীমা কর্পোরেশন এর পলিসি সমূহের মধ্যে রয়েছে- ১. মানুষের জীবনের জন্য রয়েছে আমৃত্যু জীবন বীমা, ২. পলিসির মূল্য পরিশোধ করা হয় বীমার ভিত্তিতে ,৩. শিশু দের জন্য আছে প্রতিরক্ষা বীমা, ৪. শিশুদের জন্য পলিসির মূল্য পরিশোধ করার রয়েছে বীমা ভিক্তিক, ৫. পলিসির অনুমিত মূল্য সুবিধা রয়েছে বীমা ভিক্তিক,
৬. পেনশনের গ্রহীতাদের রয়েছে স্কিম বীমা সুবিধা, ৭. জীবন বীমা কর্পোরেশনের রয়েছে এক দফা প্রিমিয়াম বীমা সুবিধা, ৮. বন্ধক কারীদের জন্য সুবিধা আছে প্রতিরক্ষা বীমার, ৯. মেয়াদি গোষ্ঠীর জন্য আছে বীমা সুবিধা, ১০. পলিসির মূল্যের জন্য রয়েছে পরিশোধ ভিত্তিক গোষ্ঠী বীমা সুবিধা, ১১. পরিবর্তনশীল হিসাবে পলিসির মূল্য পরিশোধের সুবিধা আছে গোষ্ঠী বীমার জন্য। এছাড়াও আছে ১২. দলগত পেনশনের জন্য আছে বীমা সুবিধা, ১৩. গ্রামীণ মানুষের জন্য রয়েছে গ্রামীন বীমা সুবিধা, ১৪. যুগ্ম জীবন কারীদের জন্য রয়েছে যৌথ বীমা এবং ১৫. বর্ধিষ্ণু হারে প্রিমিয়াম ভিক্তিক বীমা করার সুবিধা রয়েছে ইত্যাদি।
জীবন বীমা কর্পোরেশন শিক্ষা বীমা
জীবন বীমা কর্পোরেশন শিক্ষা বীমা চালু আছে। আপনি যদি চান তাহলে শিক্ষা বীমা পলিসি গ্রহন করতে পারেন। শিক্ষা বীমার প্রিমিয়াম হার বার্ষিক ৮৫ টাকা এবং বৃত্তি প্রদানের হার মাসিক ৫০০ টাকা। এই বীমার মেয়াদ ১ থেকে ১৭ বছর পর্যন্ত।
জীবন বীমা কর্পোরেশন ডিপিএস
এই কোম্পানি এর জীবন বীমা কর্পোরেশন ডিপিএস সুবিধা চালু আছে। বিশেষ করে নারীদের সুবিধা প্রদানের জন্য এই ডিপিএস চালু হলেও পুরুষ চাইলে এই ডিপিএস সুবিধা নিতে পারেন। জীবন বীমা কর্পোরেশন এই ডিপিএস এর নাম প্রমিলা ডি.পি.এস স্কিম (লাভসহ)। বিস্তারিত জানতে ভিজিট করুন।
জীবন বীমা কর্পোরেশন পলিসি বোনাস
এই জীবন বীমা কর্পোরেশন পলিসি বোনাস বিভিন্ন ধরনের আছে। কোন পলিসি আছে বোনাস সহ আবার কোন পলিসি আছে বোনাস ছাড়া। আপনি আপনার সুবিধা মত পলিসি গ্রহন করতে পারেন। পলিসি এর ধরন জানতে ভিজিট করুন জীবন বীমা কর্পোরেশন এর ওয়েবসাইট।
জীবন বীমা কর্পোরেশন কাজ কি?
আপনি কি জানেন জীবন বীমা কর্পোরেশন কাজ কি? জীবন বীমা কর্পোরেশন এর কাজ বিভিন্ন ধরনের ইন্সুরেন্স পলিসি এর দ্বারা জনগণ কে আর্থিক সহায়তা প্রদান করা। এছাড়াও এই ইন্সুরেন্স কোম্পানি তাদের ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করে অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহ ও জনসাধারণ কে জীবন বীমা সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করতে অগ্রনী ভূমিকা পালন করছে।
সরকারি বীমা কয়টি কি কি
আপনি কি জানেন বাংলাদেশের সরকারি বীমা কয়টি কি কি আছে। বাংলাদেশে সরকারি বীমা রয়েছে দুটি ১। জীবন বীমা কর্পোরেশন ও ২। সাধারণ বীমা কর্পোরেশন।
সম্মানিত ভিজিটর, আশা করি আপনি এই আর্টিকেল পড়ে জীবন বীমা কর্পোরেশন শিক্ষা বীমা এবং জীবন বীমা কর্পোরেশন ডিপিএস অফিস সম্পর্কে জানতে পেরেছেন।
আরোও পড়ুনঃ প্রটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদ